Terms & Conditions
SareeBala এর ওয়েবসাইট/অ্যাপ/সার্ভিস ব্যবহার করার পূর্বে অনুগ্রহ করে নিম্নোক্ত শর্তাবলী ভালোভাবে পড়ুন। আমাদের সার্ভিস ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।
১. সাধারণ শর্ত
Takely Corporation এর ওয়েবসাইট, পণ্য ও সেবার মালিকানা কোম্পানির একান্ত সম্পত্তি।
যেকোনো ব্যবহারকারীকে শর্ত ভঙ্গের ক্ষেত্রে সেবা সীমিত বা বাতিল করার অধিকার কোম্পানির রয়েছে।
২. অর্ডার ও পেমেন্ট
অর্ডার নিশ্চিত হওয়ার পর ক্রেতাকে নির্ধারিত সময়ের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে।
পণ্যের দাম এবং অফার সময়ভেদে পরিবর্তিত হতে পারে।
ভুল তথ্য প্রদান করলে অর্ডার বাতিল করার অধিকার কোম্পানির আছে।
৩. ডেলিভারি
পণ্য নির্দিষ্ট ঠিকানায় পাঠানো হবে ক্রেতার দেওয়া তথ্য অনুযায়ী।
ডেলিভারির সময়সীমা অনুমানভিত্তিক, তবে প্রাকৃতিক দুর্যোগ বা পরিবহন সমস্যার কারণে বিলম্ব হতে পারে।
পণ্য গ্রহনের সময় ক্রেতাকে অবশ্যই প্যাকেজ চেক করতে হবে।
৪. রিটার্ন ও এক্সচেঞ্জ
পণ্য ডেলিভারি পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন/এক্সচেঞ্জের অনুরোধ করা যাবে।
ব্যবহার করা বা ক্ষতিগ্রস্ত পণ্য রিটার্ন গ্রহণযোগ্য হবে না।
কোম্পানির রিটার্ন নীতিমালা অনুসারে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
৫. কপিরাইট ও মেধাস্বত্ব
ওয়েবসাইট/অ্যাপে ব্যবহৃত সকল ছবি, লেখা, ডিজাইন ও কনটেন্ট Takely Corporation এর নিজস্ব সম্পত্তি।
অনুমতি ছাড়া এগুলো ব্যবহার বা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ।
৬. ব্যবহারকারীর দায়িত্ব
অ্যাকাউন্ট খোলার সময় সঠিক তথ্য প্রদান করা ব্যবহারকারীর দায়িত্ব।
অন্য কারো তথ্য ব্যবহার করে প্রতারণা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৭. দায়সীমা (Liability)
পণ্য ব্যবহারজনিত কোনো অপ্রত্যাশিত ক্ষতির জন্য কোম্পানি দায়ী থাকবে না।
বাহ্যিক ওয়েবসাইট লিংক ব্যবহারের ফলে সৃষ্ট সমস্যার জন্য Takely Corporation কোনোভাবেই দায়ী নয়।
৮. শর্তাবলী পরিবর্তন
কোম্পানি প্রয়োজনে যেকোনো সময় শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখে।
পরিবর্তিত শর্তাবলী ওয়েবসাইটে প্রকাশিত হলেই তা কার্যকর হবে।
✦ উপসংহার:
SareeBala সর্বদা গ্রাহকের স্বার্থ ও আস্থাকে অগ্রাধিকার দেয়। আমাদের ওয়েবসাইট বা সেবা ব্যবহার করার মাধ্যমে আপনি উপরের শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন।